রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পথ দেখাচ্ছে দিল্লি ! আহতকে হাসপাতালে পৌঁছে দিলেই মিলবে টাকা !

দেশজুড়ে প্রতিদিন ঘটে চলেছে শতাধিক পথ দুর্ঘটনা। বহু ক্ষেত্রে এমনটা হয়েছে যে সাহায্য না পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মানুষ। এবার সেই চিত্রটা হয়তো বদলাতে চলেছে। পথ দেখাচ্ছে দিল্লি।

সম্প্রতি পথদুর্ঘটনায় মৃত্যুর ঘটনা এড়াতে দিল্লি সরকার একটি পদক্ষেপ করেছে। সেখানে সরকারের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তি যদি দুর্ঘটনায় আহত কোনও ব্যক্তিকে বাঁচায়, তবে তাকে পুরষ্কৃত করবে সরকার। ওই ব্যক্তিকে দেওয়া হবে কড়কড়ে ২০০০ টাকার নোট, সঙ্গে মিলবে সার্টিফিকেটও।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া জানিয়েছেন, দুর্ঘটনায় আহত মরণাপন্ন ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দিলেই মিলবে এই পুরস্কার। জরুরি অবস্থায় আরও মানুষ যাতে ভয় না পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কিছুদিন আগেই দিল্লির সুভাষনগরে একটি পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়। আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার ভয়ে কেউ তাঁর দিকে সাহায্যের হাতটুকুও বাড়িয়ে দেয়নি।

রাস্তায় পড়ে থেকেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এর পরেই নড়েচড়ে বসে দিল্লি সরকার। ২০১৬ সালে দিল্লির অটো চালকদের ‘বেসিক লাইফ সাপোর্ট’ ট্রেনিংও দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সমস্যা মেটেনি। এবার এই পদক্ষেপে দুর্ঘটনায় মৃত্যু অনেকটাই কমেছে বলে মনে করছে সরকার।

শুধু দিল্লিই নয়, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের যাতে নির্ভয়ে হাসপাতালে ভর্তি করা হয়, কিছুদিন আগে সেই সংক্রান্ত একটি ঘোষণাও করে দেশের শীর্ষ আদালত।

সেখানে বলা হয়, দুর্ঘটনায় আহত মরণাপন্ন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করতে গেলে উদ্ধারকারী ব্যক্তির কোনওরকম পরিচয়পত্র জমা না দিলেও চলবে। তবে কেজরিবাল সরকারের এই নয়া উদ্যোগে সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বন্ধু অরবিন্দ কেজরিবাল পথ দেখালেন। এবার সেই পথেই কি হাঁটবে পশ্চিমবঙ্গ? সেই দিকেই তাকিয়ে রয়েছে বাংলার মানুষ।

এই সংক্রান্ত আরো সংবাদ

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

লজ্জায় লাল হয়ে যায় পাখিও

লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন

  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ
  • কান্না থামছিল না তাঁরঃ ‘বাবা আমি আসছি’ বলে লাশ হলেন তরুণী