সোমবার, মে ২০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বাংলাদেশের অগ্রগতি উল্লেখযোগ্য প্রাথমিক ও গণশিক্ষায়

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ছাত্র-ছাত্রীদের সংখ্যাসমতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে যা বিরল অর্জন। তিনি বলেন, বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষায়ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাহামার রাজধানী নাসাউতে আজ ১৯তম কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষমন্ত্রীদের সম্মেলনে এশিয়া প্যাসিফিক এবং ইউরোপীয় অঞ্চলের মিনিস্টিয়াল ককাস মিটিংয়ে সভাপতির বক্তৃতায় তিনি দেশের শিক্ষার উন্নয়নের চিত্র তুলে ধরে এসব কথা বলেন।

বিশ্বব্যাপী যোগাযোগ ও তথ্য প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাথে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার খাপ খাইয়ে নিয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও মাল্টি মিডিয়া শিক্ষণে ডিজিটাল বিষয় অন্তর্ভুক্তি, মানসম্পন্ন শিক্ষা অর্জনের যাত্রায় ইতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, মানসম্পন্ন শিক্ষা অর্জনে কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং পরীক্ষা পদ্ধতিকেও ঢেলে সাজানো হয়েছে। মন্ত্রী বলেন, ভিশন-২০২১ অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার দেশের বর্তমানে বাস্তবতা এবং ভবিষ্যত চাহিদার পরিপ্রেক্ষিতে উচ্চ শিক্ষার রূপরেখা তৈরি করেছে।

তিনি বলেন, দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারী শিক্ষাকে অধিকতর উৎসাহ প্রদান করা হচ্ছে। নাহিদ বলেন, নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য সরকার ৬ষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত বিনা বেতনে অধ্যয়ন, বই কেনা এবং পাবলিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বৃত্তি প্রদান করছে। বৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং প্রশিক্ষণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চিত্র পাল্টে দিয়েছে। তিনি বলেন, বছরের প্রথম দিনই শতভাগ ছাত্র-ছাত্রীর মাঝে বই বিতরণ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার উন্নয়নের সর্বোচ্চ পদক্ষেপ।

শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সরকার সাড়ে ১৬ কোটি ছাত্র-ছাত্রির মাঝে এক’শ একুশ কোটি বই বিনামূল্যে বিতরণ করে শিক্ষা ব্যবস্থায় অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। দক্ষ জনশক্তি রপ্তানিতে কারিগরি শিক্ষার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া এ উদ্দেশে ৬ বিভাগে ১১ টি আধুনিক ভাষা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। ১৯তম কমনওয়েলথভুক্ত দেশগুলোর শিক্ষমন্ত্রীদের সম্মেলনে যোগদানের জন্য শিক্ষামন্ত্রী গত ২১ জুন বাহামা যাত্রা করেন। ২৬ জুন’১৫ পর্যন্ত এ সম্মেলন চলবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে

রফতানি নীতি এর খসড়া (২০২৪-২০২৭)- অনুমোদন হয়েছে। এতে রফতানির কিছুবিস্তারিত পড়ুন

দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার

ক দশকের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে সর্বনিম্নে এসেবিস্তারিত পড়ুন

সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী

বস্ত্র ও পাট মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীরবিস্তারিত পড়ুন

  • সংস্কৃতিতে আরও বেশি শ্রম ও মেধা বিনিয়োগ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ডলারের সর্বোচ্চ দর হবে ১১৮ টাকা
  • বাজারভিত্তিক হলো ব্যাংক ঋণের সুদহার
  • অর্থনীতির প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে : ওবায়দুল কাদের
  • ৩১৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে বৈশ্বিক ঋণ রেকর্ড : আইএমএফ
  • পদ্মা ব্যাংক ছেড়ে এনআরবিতে যাচ্ছেন তারেক রিয়াজ
  • দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
  • দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় হবে জানালেন প্রধানমন্ত্রী
  • যে তথ্য জানা দরকার “টাকার ইতিহাস”
  • ২০১৭ সালে প্রবাসী আয় সাড়ে ১৩ হাজার মিলিয়ন ডলার
  • চারদিনই ঊর্ধ্বমুখী সূচক, আস্থায় ফিরছেন বিনিয়োগকারীগণ
  • আর্গন ডেনিমসের বোনাস ঘোষণা