শুক্রবার, মে ১০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ভয়-ভীতি সত্ত্বেও মাঠে থাকবে বিএনপি: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আসন্ন পৌরসভাগুলোতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নির্বাচনে জয়ী হতে সরকারের আসল রুপ বেরিয়ে এসেছে। প্রার্থীদের ভয়-ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সোমবার দুপুরে কৃষকদলের ৩৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকীর আলোচনা সভায় তিনি অভিযোগ করেন।

আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সহ-সভাপতি এম এ তাহের, নাজিম উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে নির্বাচনে আমরা এসেছি। এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত আমরা মাঠে থাকব।’

ভয়-ভীতি উপেক্ষা করে দলের নেতাকর্মীসহ সকলের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার দূরভিসন্ধি করে দলীয় প্রতীকে পৌর নির্বাচন দিয়েছে। ক্ষমতাসীনরা ভেবেছিল বিএনপি নির্বাচনে আসবে না। তারা এককভাবে নির্বাচন করে জনপ্রিয়তা প্রমাণ করতে চেয়েছিল।’

তিনি আরো বলেন, ‘আমরা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সরকারের ফাঁদে পা দেইনি। আমরা দেখাতে চাই বাংলাদেশের মানুষ ধানের শীষের সাথে আছে। আওয়ামী লীগকে বর্জন করেছে।’

গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘পৌর নির্বাচন উপলক্ষে ইসির অনুমতি নিয়ে আমরা বিজ্ঞাপন তৈরি করেছিলাম। কিন্তু সরকারের খবরদারিতে কোনো মিডিয়া সেটি প্রচার করতে সাহস পায়নি। আমাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। এখন বলা হচ্ছে সভা করতে হলে পুলিশের অনুমতি লাগবে। এই হল বর্তমান গণতন্ত্র।’

পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ৬ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

এই সংক্রান্ত আরো সংবাদ

উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়

বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন

  • পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব গেছেন মির্জা ফখরুল
  • ড. ইউনূসসহ ১৪ জনের জামিন 
  • সব পন্থি সরকারের হাত থেকে মুক্তি চায়: ফখরুল
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 
  • হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন
  • খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুবকে অব্যাহতি
  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী
  • শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 
  • বিএনপির কেন্দ্রীয় ৩ নেতার পদোন্নতি