শুক্রবার, মে ৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মেডিক্যাল কলেজ কোনও চাইনিজ রেস্টুরেন্ট নয় : নাসিম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নিয়ম-নীতি না মেনে বেসরকারি মেডিক্যাল কলেজ চালালে তা বন্ধ করে দেয়া হবে।
তিনি বলেন, মেডিকেল কলেজ কোনও চাইনিজ রেস্টুরেন্ট নয়। যেভাবে খুশি সেভাবে চালানো যাবে না। যারা নিয়ম মেনে বেসরকারি মেডিক্যাল কলেজ চালাতে পারবেন না, তারা বন্ধ করে দিন। নয়তো সরকার বন্ধ করে দিতে বাধ্য হবে।

নাসিম আজ বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজিস এন্ড ইউরোলজিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ক্ষেত্রে বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) প্রথম পকল্প ‘এনআইকেডিইউ-সান্ডুর’ ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজিস এন্ড ইউরোলজি’র পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল হুদা লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসার এইচ উদ্দিন, সান্ডুর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব সিন্ধী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনের ফাস্ট সেক্রেটারি প্রসন্য মুখার্জি প্রমুখ বক্তব্য রাখেন।

চিকিৎসকদের উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিয়ে রাজনীতি করবেন না। কারো রাজনীতি করার ইচ্ছা থাকলে রাজনীতির মাঠে যান। সরকারি হাসপাতালে বেশি সময় দেবেন। যাতে দেশের সাধারণ মানুষদের বেশি সবা দিতে পারেন।

তিনি বলেন, কিডনী রোগ এমন একটি রোগ যা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। হাজার হাজার মানুষ ডায়ালাইসিসের অভাবে মৃত্যু বরণ করে। সম্পদের সীমাবদ্ধতার করণে আমরা সাধারণ মানুষকে পর্যাপ্ত ডায়ালাইসিস সেবা দিতে পারতাম না। তবে সেই সমস্যার সমাধান হয়ে গেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পিপিপির মাধ্যমে কিডনী হাসপাতালে ৭০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে ১৪ স্থাপন করা হয়েছে। এসব মেশিনে মাত্র ৪শ’ টাকায় রোগীরা ডায়ালাইসিস করাতে পারবেন।

তিনি বলেন, দেশের কিডনী রোগীদের চিকিৎসা সেবা বাড়াতে এই হাসপাতালকে আরো সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি এসব কাজ দ্রুত সম্পন্ন হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

অবশেষে রাতে ঢাকায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি

 টানা একমাস তীব্র তাবপ্রবাহের পর অবশেষে ঢাকার বিভিন্ন জায়গায় ঝরছেবিস্তারিত পড়ুন

থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে সরকারি সফর দুই দেশে ফলপ্রসূ অংশীদারিত্বের নতুন যুগ সূচনাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায় 

থাইল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীরবিস্তারিত পড়ুন

  • গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে
  • দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস
  • হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
  • দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • উত্তরায় ৮০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 
  • কল-কারখানায় কোনো শিশুশ্রম নেই: প্রতিমন্ত্রী
  • ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনসহ সকল তেলের মূল্যবৃদ্ধি
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • রাত ৮টার পর শপিং মল বন্ধের নির্দেশনা