শনিবার, মে ১১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘মেয়েটির মুখ চেপে ধরে ছিল, আর কিছু ঘটেনি’

নরসিংদীর রায়পুরা উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আলম নামের এক বখাটে। মেয়েটি সাহসিকতা দেখিয়ে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে। এই ঘটনায় পরে সে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছে। কিন্তু পুলিশ তা আমলে না নিয়ে জানিয়েছে, এটা তেমন কিছুই না।

আজ বৃহস্পতিবার সকালে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্কুলছাত্রীর পরিবারের লোকজন জানায়, নবম শ্রেণির ওই ছাত্রী প্রতিদিন স্থানীয় একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। আজ সকাল সাড়ে ৯টায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল সে। ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামলে মেয়েটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় গিয়ে আশ্রয় নেয়। এ সময় একই গ্রামের বখাটে আলম (২২) মেয়েটিকে একা পেয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি নিজেকে রক্ষা করার জন্য আলমের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে আলমের হাতে কামড় দিয়ে নিজেকে মুক্ত করে দৌড়ে বাড়িতে গিয়ে ওঠে।

মেয়েটি এ ঘটনা তার মাকে জানায়। মা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গোলজার হোসেনকে জানান। পরে তাঁর সহযোগিতায় আমিরগঞ্জ ফাঁড়িতে গিয়ে পুলিশকে ঘটনা জানান। ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আমিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলেও এসআই আমিনুল হক বখাটেকে গ্রেপ্তার না করে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য বাড়ির লোকজন ও ইউপি সদস্য গোলজার হোসেনকে নির্দেশ দিয়ে আসেন।

ইউপি সদস্য গোলজার হোসেন বলেন, ছাত্রীটি নিজের দুঃসাহসিকতায় ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে। কিন্তু পুলিশ বখাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে রহস্যজনক কারণে মীমাংসা করার জন্য চাপ প্রয়োগ করছে। এত বড় অপরাধ করেও যদি বখাটেরা পার পেয়ে যায় তাহলে আর কোনো মা-বাবা মেয়েদের স্কুলে পাঠাবে না।

এ ব্যাপারে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই আমিনুল হক বলেন, ‘এটা তেমন কিছুই না। মেয়েটির মুখ চেপে ধরেছিল। পরে আর কিছু ঘটেনি। মেয়েটি বখাটের হাত থেকে ছুটে চলে গেছে।’

স্কুলছাত্রী ফাঁড়িতে কোনো অভিযোগ করেছে কি না জানতে চাইলে এসআই জানান, ছেলে ও মেয়ে একই এলাকার হওয়ায় বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন

আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু

লালমনিরহাট থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৩টি বগি উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভোটার উপস্থিতি সন্তোষজনক, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের
  • পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
  • সুপ্রিম কোর্টের আদেশে সরিষাবাড়ী উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
  • ভয়ংকর অপকর্মের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে: ডিবি প্রধান
  • দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস
  • হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত