রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

“যেদিন জানতে পারলাম বাবার সঙ্গে বিয়ে হবে আমার, সেদিন পালিয়ে যেতে ইচ্ছা করেছিল”

বিশ্বে এরকম জায়গায়ও আছে, যেখানে বিয়ে ঠিক হয় নিয়ম আর ঐতিহ্যের আজব বেড়াজালে। মান্ডি উপজাতি অধ্যুষিত এলাকায়, নিজের মেয়ের সঙ্গে স্বামীকে ভাগ করে নিতে বাধ্য হন মায়েরা। ভারতের নাগাল্যান্ড, মেঘালয়, অাসামের বহু জায়গায় এভাবেই চলে আসছে এই প্রথা।

প্রতিটি মেয়েরই বিয়ে নিয়ে থাকে একটি স্বপ্ন। বিয়ের পর স্বামীর সঙ্গে অন্য এক দুনিয়ায় পাড়ি দেয়ার ইচ্ছা থাকে প্রত্যেক মেয়েরই। তবে সেই স্বপ্ন দেখা মানা মান্ডি উপজাতির মেয়েদের। তারা জন্ম থেকে যে বাড়িতে থাকেন, নিজের বাবাকে বিয়ের পরও সেখানেই থেকে যেতে হয়। ফলে আলাদা করে স্বামীর সংসারে যাওয়ার রীতি নেই এখানে।

ভারতের বিভিন্ন জায়গাতে বাস এই মান্ডি উপজাতির। অরোলা ডাবলেট, একজন মান্ডি কন্যা। ৩০ বছরের এই যুবতী যখন খুব ছোট ছিলেন তখনই মারা যান তার বাবা। সেই সময়ে তার মা আরেকটি বিয়ে করেন।

যেদিন জানতে পারলাম বাবার সঙ্গে বিয়ে হবে আমার, সেদিন পালিয়ে যেতে ইচ্ছা করেছিল

তখন থেকেই তার মায়ের দ্বিতীয় স্বামীকে নিজের স্বামী হিসাবে জানেন অরোলা। তারও স্বপ্ন ছিল কোনো একজন সুপুরুষ তার স্বামী হবেন। এই নিয়ে স্বপ্ন দেখতেও শুরু করেন তিনি। তবে আরেকটু জ্ঞান হতেই তিনি বুঝতে পারেন, স্বপ্ন দেখার অধিকারটুকু পর্যন্ত নেই তার।

তিনি বলেন, ‘যেদিন জানতে পারলাম বাবার সঙ্গে বিয়ে হবে আমার, সেদিন পালিয়ে যেতে ইচ্ছা করেছিল।’ এখন তার বাবার ঔরসজাত ৩ সন্তানের মা হয়েছেন অরোলা।

মান্ডি উপজাতির ঐতিহ্য অনুযায়ী, স্বামী মারা গেলে, স্বামীর পরিবারের যে কারোর সঙ্গে বিয়ে করতে পারেন স্ত্রী। মনে করা হয়, স্বামী পরিবারের হর্তা-কর্তা হলে, তিনি তার স্ত্রী ও কন্যা দুজনকেই সুরক্ষিত রাখতে পারবেন।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশ মিলিয়ে মান্ডি উপজাতিভুক্ত মানুষের সংখ্যা প্রায় ২০ লাখ। চিরাচরিত রীতিতে এভাবেই পারিবারিক সম্পর্ক টিকে আছে মান্যি উপজাতিদের মধ্যে। ওয়ান ইন্ডিয়া।

এই সংক্রান্ত আরো সংবাদ

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

লজ্জায় লাল হয়ে যায় পাখিও

লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন

  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ
  • কান্না থামছিল না তাঁরঃ ‘বাবা আমি আসছি’ বলে লাশ হলেন তরুণী