বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সাকিব: আমাদের দুই-তিনটা ভালো জুটি দরকার

শেষ দিন ৩৯০ রান করতে হবে বাংলাদেশকে। জয়ের জন্য লক্ষ্য এটাই। এর মধ্যে ম্যাচ বাঁচাতে হলে, দিনের শেষ পর্যন্ত অলআউট হওয়া যাবে না। লংকানদের বোলিংকে ব্যার্থ প্রমাণ করেই তবে পঞ্চম দিন শেষ করতে হবে বাংলাদেশকে। তাহলেই কেবল ম্যাচ বাঁচানো সম্ভব। তাতে হয়তো ম্যাচটা শেষ পর্যন্ত ড্র’ই হবে।

চতুর্থ দিন শেষ বিকেলে বাংলাদেশ উইকেট হারায়নি। এটা ভালো একটা দিক। অন্ততঃ বাংলাদেশ একটু হলেও এগিয়ে আছে। পুরো ১০ উইকেট হাতে নিয়ে শেষ দিন খেলতে নামতে পারবে টাইগাররা। ড্রয়ের প্রবল সম্ভাবনা এ কারণেই সবচেয়ে বেশি জাগছে। বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করেন, ম্যাচ ড্র করা সম্ভব। তবে, এ ক্ষেত্রে ব্যাটসম্যানদের কঠিন ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে। লঙ্কান স্পিনাররা চাইবে দ্রুত বাংলাদেশকে অলআউট করতে। তবে বাংলাদেশ যদি কোনোভাবে দু’একটা ভালো জুটি গড়তে পারে, তাহলে বাংলাদেশের কাজ সহজ হয়ে যাবে মনে করেন সাকিব।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয়, বাস্তব রেজাল্ট কোনটা মনে হচ্ছে? জবাবে সাকিব বলেন, ‘ড্র। কারণ এখনো যেহেতু দশ উইকেট আছে আমাদের হাতে। আমার কাছে মনে হয়, এখন দুই তিনটা ভালো জুটি দরকার। সে ক্ষেত্রে ভালোভাবে ড্র করা সম্ভব। প্রথম সেশনটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে শুরু করি তার উপরই আসলে পুরো দিনটা নির্ভর করবে।’

ব্যাটসম্যানদের কাছে প্রথম সেশনে কি দেখতে চান? সাকিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তামিম-সৌম্য যেভাবে খেলছে আমার মনে হয় ওদের সেভাবেই খেলা উচিত। কোনো পরিবর্তন আনার প্রয়োজন নেই। বল অনুযায়ী খেলবে এটাই স্বাভাবিক। যার যার গেম প্ল্যান যার যার মতো বাস্তবায়ন করার চেষ্টা করবে।’

এ ক্ষেত্রে আগামীকালের প্রথম সেসনটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘অবশ্যই প্রথম সেশনটা খুব গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে ওরা দুজন যদি খেলতে পারে, তাহলে কোন কথাই নেই। আমরা চাইবো ওরা যতক্ষণ পারুক ব্যাটিং করুক। তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। সবাইকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। এমন একটা পরিস্থিতিতে পুরো দলের সবাইকেই হার্ডওয়ার্ক করতে হয় অনেক বেশি।’

শেষ দিনের উইকেট কেমন আচরণ করতে পারে? জবাবে সাকিব বলেন, ‘পাঁচ নম্বর দিনে তো উইকেট ভিন্ন আচরণ করতেই পারে। এখন উইকেট অল্প অল্প ঘোরা শুরু করেছে। কালকে হয়তো আর একটু বাড়তেও পারে। আমার কাছে মনে হয়, আমাদের ব্যাটসম্যানরা খেলতে প্রস্তুত আছে। এখেনো আমাদের হাতে ১০ উইকেট রয়েছে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে, অন্তত রেজাল্ট না হোক, ড্র করাতো খুবই সম্ভব।’

এ ক্ষেত্রে তো ওদের বাঁ-হাতি স্পিনাররা অনেক বড় হুমকি। সেটাকে কিভাবে দেখছেন? সাকিবের জবাব, ‘আসলে যে কেউই তো হুমকি হতে পারে। ওদের সবগুলো বোলারই ভালো। আমাদের সবাইকে দেখেশুনে খেলতে হবে। যেহেতু আমরা একটু পিছিয়ে আছি। আমাদের এজন্য একটু কেয়ারফুল বেশি থাকতেই হবে। সবগুলো বোলার অনেক ভালো। আমি প্রথম ইনিংসে দেখেছি, ওরা সবাই ভালো জায়গায় বোলিং করে। আমাদের খুব ভালো ব্যাটিং করতে হবে। এর কোন বিকল্প নেই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা