সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সাবেক ছাত্রলীগ নেতার কান ছিড়লেন আরেক সাবেক

পূর্ব শত্রুতার জেরে প্রথমে ধস্তাধস্তি হয় ছাত্রলীগের দুই সাবেক নেতার মধ্যে। এর সঙ্গে যোগ দেয় দুজনের কয়েকজন সমর্থক। দুই নেতার একজন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং অন্যজন জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক। ধস্তাধস্তির একপর্যায়ে সাবেক সাংগঠনিক সম্পাদকের কান কামড়ে ছিঁড়ে নেয় প্রতিপক্ষ।

গতকাল রোববার রাত সাড়ে ১১টায় শহরের বড়বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। আহত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ রায় বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শহীদ ঝান্টু সাহা স্মৃতি সংসদেরও সভাপতি।

আজ সোমবার আহত সুভাষ রায় বলেন, ‘রোববার রাত সাড়ে ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে আমার প্রতিবেশী গোপাল কৃষ্ণ সাহা ও তাঁর লোকজন হঠাৎ বাসার সামনে হামলা চালিয়ে আমার বড় ভাই বাবুল রায় ও আমাকে মারধর করে। একপর্যায়ে কামড়ে আমার কান ছিঁড়ে নিয়ে যায়।’

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সুভাষ রায়ের বাম কানের কিছু অংশ কামড়ে নিয়ে গেছে কেউ। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিভিল সার্জন ডা. আব্দুল গনি চিকিৎসা তত্ত্বাবধান করছেন।’

এ ব্যাপারে ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক গোপাল কৃষ্ণ সাহা জানান, সুভাষ রায় ও তাঁর লোকজনের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হওয়ার পর তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। গোপালের কানের ব্যাপারে তিনি কিছু জানেন না।

এ দিকে আজ সোমবার বিকেলে আহত সুভাষ রায়কে দেখতে হাসপাতালে যান জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়। এ সময় তিনি সিভিল সার্জন ও আরএমওকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুভাষের চিকিৎসা করতে বলেন।

এ ব্যাপারে নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

গোপাল কৃষ্ণ সাহা জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য। তিনি বলেন, সুভাষ ও তাঁর ভাই বাবুল প্রায়ই আমাকে নাজেহাল করে। বিভিন্ন বিষয় নিয়ে উল্টাপাল্টা কথা বলে। রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনেও তাঁরা নানাভাবে আমাকে নাজেহাল করার চেষ্টা করে। এসব বিষয় নিয়েই গত রোববার রাতে তাঁদের জিজ্ঞাসা করি। ওরাই আমাকে মারধর করে। ধস্তাধস্তির একপর্যায়ে আমি মাটিতে পড়ে যাই। জ্ঞান আসার পর দেখি আমি হাসপাতালে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজবিস্তারিত পড়ুন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুবকে অব্যাহতি

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বার সভাপতির শপথ নেওয়ায় ব্যারিস্টার মাহবুববিস্তারিত পড়ুন

  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী
  • শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 
  • বিএনপির কেন্দ্রীয় ৩ নেতার পদোন্নতি
  • বিএনপি মানে খাইখাই, আ.লীগ মানেই দেই-দেই: প্রধানমন্ত্রী
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
  • গুরুতর আহত মমতা, হাসপাতালে ভর্তি
  • সুপ্রিম কোর্টে মারামারি ঘটনায় ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
  • কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • সুপ্রিম কোর্ট নির্বাচন: হট্টগোল-মারামারিতে ভোট গণনা বন্ধ
  • সত্যকে কখনও মিথ্যা দিয়ে ঢাকা যায় না: প্রধানমন্ত্রী
  • ‘নিরাপত্তা নিশ্চিতে অন্যদের নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়’