রবিবার, মে ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

স্বাস্থ্য খাতে মালয়েশিয়ার সহযোগিতা চাইল বাংলাদেশ

বাংলাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দিতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্থানীয় সময় বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইয়ে দাতুক সারি ডা. এস সুব্রামানিয়ামের সঙ্গে বৈঠককালে এ সহযোগিতা চান মোহাম্মদ নাসিম।

বৈঠকে দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় প্রাধান্য পায়। ওই সময় স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল খুব শিগগিরই বাংলাদেশ সফর করবে বলে জানান ডা. এস সুব্রামানিয়াম।

মালয়েশিয়ার আধুনিক নগরী পুত্রজায়ায় অবস্থিত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই বৈঠক চলে। এতে মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। আমরা আমাদের দেশের চিকিৎসকদের আরো অভিজ্ঞ করে তুলতে চাই।’

‘মালয়েশিয়ার চিকিৎসাবিজ্ঞান দ্রুত এগিয়ে চলেছে। তাই মালয়েশিয়া থেকে আমাদের চিকিৎসকরা উন্নত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন’, যোগ করেন নাসিম।

ডা. এস সুব্রামানিয়াম বাংলাদেশে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন।

এসব বিষয়ে জানতে চাইলে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম বলেন, ‘এই বৈঠকের পর আশা করছি আমাদের দুই দেশের মধ্যে চিকিৎসাসেবার মান আরো উন্নত হবে। সেই সঙ্গে মালয়েশিয়া-বাংলাদেশের মধ্যে চিকিৎসা আরো দ্রুত এগিয়ে চলবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ফয়সাল আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের উপদেষ্টা নাসির এ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

নবনির্মিত এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অববিস্তারিত পড়ুন

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ১০ টাকার টিকিটে চোখ পরীক্ষা করালেন

রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালেবিস্তারিত পড়ুন

  • সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা
  • ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ
  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • অবশেষে রাতে ঢাকায় ঝরছে কাঙ্ক্ষিত বৃষ্টি
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সাড়ে ১১টায় 
  • গ্যাস নিঃসরণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে
  • দেশের দুই জেলায় ঝড়ের পূর্বাভাস
  • হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
  • দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন পাপ্পা গাজী
  • মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের
  • উত্তরায় ৮০ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার