শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

অস্ট্রেলিয়াকে মুশফিকের ধন্যবাদ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরজকে বলা হচ্ছে ঐতিহাসিক সিরিজ। ঐতিহাসিকের চেয়েও সিরিজটি ছিল বহুল আকাঙ্ক্ষিত। দুই বছর আগে সিরিজটি হওয়ার কথা থাকলেও সন্ত্রাসী হামলার কারণে অস্ট্রেলিয়া সে সময় খেলতে আসেনি। অবশেষে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছে সিরিজ খেলতে। আর সে জন্যই অস্ট্রেলিয়া দলকে ধন্যবাদ জানিয়েছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

সংবাদ সম্মেলনে অসিদের ধন্যবাদ দিতে গিয়ে মুশফিক বলেন, ‘ এখানে এসে খেলার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ। সম্ভবত ওরা হয়তো বুঝতে পারেনি, এখানে এমন লড়াইয়ের মধ্যে পড়তে হবে। ‘

এমন সিরিজ খেললে আরও বেশি কিছু শেখা যাবে বলেও মনে করেন টেস্ট দলপতি। তার মতে, ‘আমাদের ছেলেরা বিশেষ করে প্রথম টেস্টে এগিয়ে ছিল, খুব ভালো করেছে। আমরা এর আগে দেশের মাটিতে শেষ সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছি। আমরা যদি এই ধরনের দলগুলোর সঙ্গে বেশি খেলার সুযোগ পাই তাহলে অনেক কিছু শিখতে পারবো। লিওন যেভাবে বোলিং করেছে, ওয়ার্নার যেভাবে ব্যাট করেছে আমরা এগুলো শিখতে পারব।’

ভবিষ্যতে আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তিনি বলেন, ‘সামনে আমাদের বেশ কিছু খেলা আছে। আমরা দক্ষিণ আফ্রিকায় খেলতে যাব। শ্রীলঙ্কা এখানে খেলতে আসবে। আমরা এভাবে খেলতে থাকি, ধাবারাহিকতা দেখাতে পারি, আমি আশাবাদী ভবিষ্যতে আমারা আরও বেশি টেস্ট খেলার সুযোগ পাব। ‘

অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ জেতাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন মুশফিক। তার মতে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতবো মনে হয়নি। তবে প্রাপ্তি অনেক বড়। আর আমাদের জন্য এটা খুব একটা সহজ ছিল না। দেশের মাটিতে আমরা ৮/৯ মাস পর টেস্ট খেলেছি। এটা খুব একটা সহজ নয়। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে জিতেছি এটা তো অবশ্যই অনেক বড় প্রাপ্তি। ‘

দ্বিতীয় টেস্টে ভালো করার সুযোগ থাকলেও তা মিস করেছেন বলেও মেনে নেন মুশফিক। তার মতে, ‘আরও ভালো করার সুযোগ ছিল দ্বিতীয় ম্যাচে, সেটা আমরা হারিয়েছি দ্বিতীয় ইনিংসের কারণে। তবে সব মিলিয়ে অনেক ভালো একটা সিরিজ গেছে। অস্ট্রেলিয়ার সঙ্গে একটা সিরিজ ড্র করা অনেক বড় অর্জন। একটু আক্ষেপ আছে। আমরা আরেকটু ভালো করলে এই ম্যাচটা হয়তো অন্য রকম হতে পারতো। ভবিষ্যতে যদি আবার সুযোগ আসে, চেষ্টা করবো এর চেয়ে ভালো করার।’

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা