বৃহস্পতিবার, মে ২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জঙ্গিবাদ দমনে শক্তিশালী হাতিয়ার চলচ্চিত্র: তথ্যমন্ত্রী

জঙ্গিবাদ দমনের যুদ্ধে চলচ্চিত্র শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, জঙ্গিবাদ দমনে সবার ঐক্য দরকার। সে ঐক্যকে সফল পরিণতের দিকে নিয়ে যেতে চলচ্চিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।’

সোমবার সন্ধ্যায় রাজশাহী শিল্পকলা অ্যাকাডেমী মিলনায়তনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘জঙ্গিবাদও খারাপ, জঙ্গিদের সঙ্গীরাও খারাপ। জঙ্গিবাদও খারাপ, জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতারাও খারাপ। সুতরাং জঙ্গিবাদকে ছাড় দিতে না চাইলে জঙ্গিদের সঙ্গীদেরও এক চুল ছাড় দেয়া যাবে না। তাই চলচ্চিত্রে শুধু জঙ্গিদের কর্মকা- তুলে ধরলে হবে না, জঙ্গিদের সঙ্গীদেরও কর্মকা- তুলে ধরতে হবে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঁধেন, চুলও বাঁধেন। তার নেতৃত্বে সারাদেশে জঙ্গিবাদ বিরোধী একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। রাজশাহীতে জঙ্গিবাদ বিরোধী চলচ্চিত্র উৎসব তার প্রমাণ। আমরা জঙ্গিদের খুঁজে খুঁজে ধরবো, কারাগারে পুরবো। তাদের কোনো ছাড় দেয়া হবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘জঙ্গিবাদ দেশ, জাতি ও মানবতার শত্রু। চলচ্চিত্রের মতো একটি শক্তিশালী গণমাধ্যমকে নিয়ে রাজশাহীর মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। এই চলচ্চিত্র উৎসব একটি দাবানলে পরিণত হবে, যে দাবানলে ভম্ভিভূত হবে জঙ্গিরা।’

অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন। সভাপতিত্ব করেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জঙ্গিবাদ বিরোধী প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়। দর্শকের কাতারে বসে অনুষ্ঠানের অতিথিরা তা উপভোগ করেন। এর আগে বিকাল ৫টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বেলুন ও পায়রা উড়িয়ে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন।

রাজশাহী ফিল্ম সোসাইটি ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি যৌথভাবে তিন দিনব্যাপী এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জঙ্গিবাদ বিরোধী এই চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

সব পন্থি সরকারের হাত থেকে মুক্তি চায়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু ডান আরবিস্তারিত পড়ুন

মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে শপথের দিন : জিএম কাদের

মহান মে দিবস। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতাবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন 

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • হেফাজত নেতা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন
  • খালেদা-তারেককে বাদ রেখে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা ভাবছে বিএনপি
  • থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মাহবুবকে অব্যাহতি
  • খালেদা জিয়া ডাল-ভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিলেন : প্রধানমন্ত্রী
  • শ্রমিক অধিকার নিয়ে নালিশের নিষ্পত্তি নভেম্বরে: আইনমন্ত্রী 
  • বিএনপির কেন্দ্রীয় ৩ নেতার পদোন্নতি
  • বিএনপি মানে খাইখাই, আ.লীগ মানেই দেই-দেই: প্রধানমন্ত্রী
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
  • গুরুতর আহত মমতা, হাসপাতালে ভর্তি
  • সুপ্রিম কোর্টে মারামারি ঘটনায় ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল বরখাস্ত